সত্যিই কি আজ চাঁদের রং গোলাপি হবে?

বলা হচ্ছে ৭ এপ্রিল মঙ্গলবার এবং বুধবার ৮ এপ্রিলের মধ্যে এই চাঁদ আমরা দেখতে পাব। তবে এই চাঁদ কি সত্যি গোলাপি হবে?

না। আমেরিকার উপজাতিয় সংস্কৃতি সহ পৃথিবীর অনেক সংস্কৃতিতে, সারা বছর জুড়ে পূর্ণ চাঁদের নানা নামকরণ করা হয়েছে। জানা যাচ্ছে, বছরের সময়ের হিসাব রাখার জন্য এই প্রথার প্রচলন হয়েছিল। এপ্রিলের পূর্ণ চন্দ্রের নাম সেই হিসাবে গোলাপি চাঁদ বা পিংক মুন হলেও এই চাঁদের রং গোলাপি নয়। আমেরিকা ও কানাডায় এপ্রিল মাসে বসন্তের শুরুতে ফ্লক্স নামে একধরনের বুনো ফুল ফোটে যার রং গোলাপি আর সেখান থেকেই এপ্রিলের পূর্ণ চাঁদের নাম পিংক মুন।

পৃথিবীর অন্যান্য দেশে এপ্রিলের পূর্ণ চন্দ্রের আরও অনেক রকমের নাম আছে- যেমন গ্রাস মুন, এগ মুন এবং ফিশ চাঁদ।

Previous articleসাধারণ মানুষের হাতে খাবার তুলে দিল কোচবিহার জেলা পুলিশ
Next articleশুরু অনলাইন ক্লাস, আজ ইংরেজি