শুরু অনলাইন ক্লাস, আজ ইংরেজি

অভাবনীয় সাড়া জাগিয়ে রাজ্যে লকডাউন পর্বে এই প্রথম অন লাইন ক্লাস শুরু হলো ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সৌজন্যে। রাজ্যের সেরা স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই ক্লাসগুলি নিচ্ছেন। লকডাউনে বাড়িতে বসেই ক্লাস। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস হবে। সরাসরি পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষকরা। কেউ যদি ক্লাস মিস করে তাহলে ফেসবুক.. আর ইউটিউবে লগ অন করলেই দেখা যাবে। যতবার ইচ্ছে। ব্যতিক্রমী উদ্যোগ। রাজ্য সরকারের ডাকে পড়ুয়াদের পাশে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

দেখুন ভিডিও…

 

Previous articleসত্যিই কি আজ চাঁদের রং গোলাপি হবে?
Next articleকরোনাযুদ্ধে আসানসোল রামকৃষ্ণ মিশনের হাতে সাহায্য তুলে দিলেন ৮৬-র প্রাক্তনীরা