করোনাযুদ্ধে আসানসোল রামকৃষ্ণ মিশনের হাতে সাহায্য তুলে দিলেন ৮৬-র প্রাক্তনীরা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল আসানসোল রামকৃষ্ণ মিশন। মিশনের পক্ষ থেকে রোজই এই শিল্পাঞ্চলের নানা জায়গায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, সাবান। পিছিয়ে নেই আসানসোল মিশনের প্রাক্তনীরাও। মঙ্গলবার আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সোমাত্মানন্দ মহারাজের হাতে ১৯৮৬-র মাধ্যমিক ব্যাচের পক্ষ থেকে ১লক্ষ ১হাজার টাকার চেক তুলে দেওয়া হলো। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তনীরা এই অর্থ পাঠিয়েছে। আর তাদের প্রতিনিধি হয়ে অর্থ তুলে দিলেন শোভন নারায়ণ বাসু ও মলয় মৌলিক। সোমাত্মানন্দজি বললেন, এই অসময়ে এই অর্থ নিশ্চিতভাবে কিছু মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করবে। আমি সেই সব প্রাক্তনীদের ধন্যবাদ জানাই, যারা ৩৪ বছর আগে স্কুল ছাড়ার পরেও নিজের স্কুলকে ভোলেননি।

দেখুন ভিডিও…

Previous articleশুরু অনলাইন ক্লাস, আজ ইংরেজি
Next articleরাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন ৩০ শতাংশ কম করা হোক, আবেদন রাজ্যপালের