রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন ৩০ শতাংশ কম করা হোক, আবেদন রাজ্যপালের

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন এক বছরের জন্য ৩০ শতাংশ কম করা হোক। আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজের টুইটার হ্যান্ডেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল লেখেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের বেতন এক বছরের জন্য ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা নিজেদের বেতন ৩০শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই উদাহরণকে সামনে রেখে রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের বেতন আগামী এক বছরের জন্য ৩০ শতাংশ কম করার প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল। তাঁর মতে, কোভিড ১৯ মোকাবিলায় এই সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করবে।

 

Previous articleকরোনাযুদ্ধে আসানসোল রামকৃষ্ণ মিশনের হাতে সাহায্য তুলে দিলেন ৮৬-র প্রাক্তনীরা
Next articleফের মৃত্যু অসমের ডিটেনশন ক্যাম্পে