করোনা আতঙ্কে সারা বিশ্ব গৃহবন্দি। সেই সময়ে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করেই চলছেন। তাই নিজেদের মনোবল বজায় রাখতে দমকলের আধিকারিক সহ কর্মীরা দফতরের সামনে দাঁড়িয়ে নিজেরাই গান করলেন।

নিজেদের লেখা গানে সুর বাঁধলেন কর্মীরা। বুধবার বিকালে এমনকী মঙ্গলবার রাতেও তাঁরা এভাবেই গান করেছেন।শিলিগুড়ি দমকল বিভাগের ওসি ভাস্কর নাগ জানালেন, “করোনার জন্য আমাদের সব জায়গায় স্যানিটাইজ করা হচ্ছে। এছাড়া মৃতদেহ নিয়ে যেতে হয়। তাই সবারই চিন্তা হচ্ছে। আর এই কারণেই আমরা সকলে মিলে গানটা বেঁধেছি।” মনোবল চাঙ্গা রাখতে এই গান রোজ করা হবে বলে জানান তিনি। তাঁর কথায়, মানুষকে সচেতন করার পাশাপাশি কর্মীদের ঠিক থাকতে হবে।
