মল্লিকঘাটের পাইকারি ফুলের বাজার খুললো বটে, কিন্তু কপাল খুললো না বিক্রেতাদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ, বুধবার থেকে খুলে গেলো হাওড়া মল্লিকঘাটের পাইকারি ফুলের বাজার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রচুর ফুল আসে এবং এখান থেকে স্থানীয় ও বহিরাগত কিছু খুচরো ব্যবসায়ী ফুল কিনে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বিক্রি করে।

এদিকে, আজ যেহেতু হনুমান জয়ন্তী এবং আগামীকাল বৃহস্পতিবার, তাই মনে করা হয়েছিল ফুলের চাহিদা থাকবে। কিন্তু না, লকডাউন পরিস্থিতিতে ফুলের বাজারের সেই চেনা ছবি উধাও।

করোনা মোকাবিলায় সমস্ত রকম ধর্মীয় অনুষ্ঠান বন্ধ আছে। সেই কারণে কিছুটা হলেও বাজার সেই ভাবে মানুষজন আসেনি। যারা এসেছেন, তাঁদের জন্য প্রশাসন ও বাজার কর্তৃপক্ষ-এর তরফ থেকে সোশ্যাল ডিসটেন্স মেন্টেন করার কথা বলা হচ্ছে এবং ঘন ঘন মাইকিং হচ্ছে।

সব মিলিয়ে হাওড়া মল্লিকঘাটের পাইকারি ফুলের বাজার খুললো বটে, কিন্তু বেচাকেনার অভাবে কপাল খুললো না ফুল বিক্রেতাদের।

Previous articleকরোনা মোকাবিলায় একাধিক উদ্যোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের
Next articleমনোবল বজায় রাখতে গান বাঁধলেন দমকল কর্মীরা