করোনা মোকাবিলায় একাধিক উদ্যোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রসায়ন বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীদের সাহায্যে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের জুট এবং ফাইবার টেকনলজি বিভাগে তৈরি হচ্ছে মাস্ক। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিলি শুরু করা হবে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগ কাউন্সেলিং এর ব্যবস্থা করবে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা সাহায্য করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Previous articleনেপাল-ভূটান থেকে আসা পণ্যবাহী ট্রাক জীবাণুমুক্তকরণের কাজ শুরু দমকলের
Next articleমল্লিকঘাটের পাইকারি ফুলের বাজার খুললো বটে, কিন্তু কপাল খুললো না বিক্রেতাদের