করোনার চিকিৎসা কি মেডিক্লেমের আওতাধীন? কী বলছেন অর্থনৈতিক পরামর্শদাতা

লকডাউন পরিস্থিতিতে দেশে অর্থনীতির হাল সঙ্কটজনক। এই অবস্থায় চিকিৎসার খরচ বহন করতে গেলে তারও চাপ বাড়াবে আমজনতার পকেটে। সে ক্ষেত্রে কী করণীয়? করোনাভাইরাসের চিকিৎসা কি মেডিক্লেম অর্থাৎ স্বাস্থ্যবিমার আওতাধীন? এ বিষয়ে জানতে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ কথা বলেছিল অর্থনৈতিক পরামর্শদাতা সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। যাঁদের মেডিক্লেম আছে তারা কী কী সুযোগ-সুবিধা পাবেন? লকডাউনে বাড়ি বসেই মেডিক্লেম করতে পারা যাবে কি? তা সবিস্তারে জানিয়েছেন সন্দীপ সেনগুপ্ত। জানতে ক্লিক করুন-

Previous articleরাজ্যে এখনই মদের হোম ডেলিভারি চালু করা হচ্ছে না, জানাল কলকাতা পুলিশ ও নবান্ন
Next articleকরোনা আক্রান্ত অভিনেতা পূরব কোহলি-সহ গোটা পরিবার