Breaking : রাজ্যে করোনা আক্রান্ত ৮৯, মৃত ৫, জানালেন মুখ্যসচিব

শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ১২ জন। তিনজনের করোনা রিপোর্ট নেগেটিভ। ফলে রাজ্যে এখন মোট ৮৯ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৫ জনের। এ নিয়ে অডিট কমিটির রিপোর্ট ছাড়া কোনও মৃত্যুকে করোনাঘটিত মৃত্যু বলে মানা হবে না। করোনা টেস্ট হয়েছে ২০৯৫ জনের। শুক্রবার পর্যন্ত রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টার আরও ২০টি বেড়ে হয়েছদ ৫৮২টি। সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ৪৫০জন। বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ চৌধুরী বলেন উৎসাহব্যঞ্জক আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে তা যেন কিছুটা আশাব্যঞ্জক। তিনি বলেন জীবন ধারণের জন্য মুখ্যমন্ত্রী কিছু ছাড় দিচ্ছেন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই ছাড়ের অপব্যবহার হচ্ছে। মানুষ রাস্তায় নামছেন এবং সামাজিক দূরত্ব রাখার প্রয়োজন অনুভব করছেন না। এটা কিন্তু মারাত্মক দিক।

Previous articleলকডাউনের পর খাবার পরিষেবা বন্ধ রাখবে ইন্ডিগো
Next articleকরোনায় হাইড্রক্সিক্লোরোকুইন আপনার কি আদৌ ব্যবহার করা উচিত? বিশ্লষণে ডাঃ শুভ্রজ্যোতি ভৌমিক