ভারতের ক্ষেত্রে নভেল করোনাভাইরাসের সংক্রমণ তৃতীয় পর্যায় অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে পৌঁছয়নি। জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এবিষয়ে তাদের আগের রিপোর্টটি ভুল ছিল বলে স্বীকার করেছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, ভুলবশত তাদের রিপোর্টে গোষ্ঠী সংক্রমণের উল্লেখ করা হয়েছিল। কিন্তু এটি সঠিক নয়। ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এখন যে সংক্রমণটা চলছে তা দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ ক্লাস্টার ট্রান্সমিশন বা নির্দিষ্ট এলাকাভিত্তিক সংক্রমণ।
প্রসঙ্গত, হু-র আগের রিপোর্টে গোষ্ঠী সংক্রমণের তথ্য উঠে আসার পরই তথ্য দিয়ে তা খারিজ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, ভারতের ৬০০ জেলার মধ্যে ৪০০ জেলাতেই কোভিড-১৯ এর কোনও প্রভাব পড়েনি। প্রায় ১৩৩ টি জেলাতে সংক্রমণ দেখা গিয়েছে এবং সেগুলিকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভারতের সংক্রমণকে দ্বিতীয় পর্যায়েই আটকে রাখা সম্ভব হয়েছে। কেন্দ্রের এই বক্তব্যে সহমত হয়ে হু-ও জানিয়ে দিল, তাদের তথ্যে ভুল ছিল। ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।