Monday, November 3, 2025

করোনা’র ‘ভালো দিক’! হোয়াটসঅ্যাপে বঙ্গ- সিপিএমের রাজ্য কমিটির বৈঠক!

Date:

Share post:

বিস্তর গালমন্দ খাচ্ছে বটে, তবু এর ফাঁকে অন্তত একটি ‘পজিটিভ’ কাজ করেছে করোনা৷

লকডাউনের মাঝে কিছুটা গোপনেই রাজ্য কমিটির বৈঠক সেরে ফেললো সিপিএম৷ আর এই বৈঠক হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে৷ রাজ্য কমিটির সদস্যদের এই হোয়াটসঅ্যাপ-গ্রুপে যুক্ত করা হয় আগে৷ তার পর সেই গ্রুপেই চলে কথা চালাচালি, হয় বৈঠক৷
করোনা- ধাক্কায় দুম করে ‘অ্যাডাল্ট’ হয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আড়াই ঘণ্টার এই বৈঠক হয়েছে৷ দলের বৈঠক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রীতিমতো নজির গড়েছে রাজ্য সিপিএম৷ এককালে কম্পিউটারের বিরুদ্ধে আন্দোলন করা কমিউনিস্টরা এইভাবে বৈঠক করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

মূলত বঙ্গের করোনা-পরিস্থিতিতে দলের কী করা উচিত, তা নিয়ে আলোচনা করতেই রাজ্য সিপিএম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বৈঠক করেছে বলে বিশেষসূত্রে জানা গিয়েছে৷ এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, আগামীদিনেও প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হতে পারে৷
লকডাউনে রাজ্যে সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি স্থগিত করেছে আলিমুদ্দিন৷ কর্মসূচি স্থগিত থাকলেও এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থেকে জনসংযোগ রক্ষার ছক হাতছাড়া করতে চাইছে না। তাই লকডাউনের সময় পার্টির নেতা-কর্মীদের ‘ডিউটি’ বেঁধে দিতে তড়িঘড়ি রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে
হোয়াটসঅ্যাপ – প্রযুক্তি ব্যবহার করে বৈঠক করলেন বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা। রাজ্য কমিটির সদস্যদের নিয়ে তৈরি হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও৷ এবার থেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপকে কাজে লাগানো হবে৷

বৈঠকের আগের দিন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তাঁর সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন। রাজ্য কমিটির নেতারা যাতে এই রিপোর্টের ভিত্তিতে নিজেদের মতামত তৈরি রাখতে পারেন এবং বৈঠকে তা বলতে পারেন, সেজন্যই একদিন আগে রিপোর্ট পেশ করেন সূর্যবাবু।
পার্টি সূত্রের খবর, গত ২৯ তারিখ বেলা ২ টোয় বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা রাজ্য কমিটির সদস্যরা তাঁদের অ্যানড্রয়েড মোবাইলে ওই গ্রুপে সক্রিয় হন। প্রত্যেকেই করোনা নিয়ে তাঁদের জেলা পার্টি বা গণ সংগঠনের তরফে করোনা পরিস্থিতিতে দলের অবস্থান ও কার্যক্রম জানান। বৈঠকে সূর্যবাবুকে বলা হয়, আরও বেশি করে সংবাদমাধ্যমের সামনে তাঁকে আসতে হবে৷ সম্পাদক হিসেবে কিছু প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরও দেন সূর্যবাবু। বিকেল সাড়ে ৪টে নাগাদ এই হোয়াটসঅ্যাপ- বৈঠক শেষ হয়। কয়েকজন নেতা তারপরও ঘণ্টা দেড়েক এই প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করে যান। সূত্রের খবর, দু’দিন পর সূর্যবাবু সকলের মতামত খতিয়ে দেখে ওই গ্রুপেই জবাব দেন। মানুষের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে লকডাউন চলাকালীন জেলা ও এরিয়া কমিটির সব দপ্তরে দু’-তিনজন করে পার্টিকর্মীকে সর্বক্ষণ থাকার নির্দেশ দেন সূর্যবাবু। প্রযুক্তিকে এভাবে ব্যবহার করে রাজ্য কমিটির বৈঠক করায় দলের
কেন্দ্রীয় নেতৃত্ব তারিফ করেজে আলিমুদ্দিনকে। দলের রাজ্য কমিটি বৈঠকের পর সিটু নেতৃত্বও একই কায়দায় ওয়ার্কিং কমিটি এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর আলোচনা সেরেছে সম্প্রতি।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...