ত্রাণ সংগ্রহে ভারত-পাক ম্যাচ, শোয়েবের প্রস্তাবে ক্ষুব্ধ কপিল

দুই দেশের করোনার ত্রাণে টাকা তোলার জন্য ভারত-পাক ওয়ান ডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু এই প্রস্তাব মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তাঁর সাফ কথা, খেলা এবং অর্থ এসবের চেয়ে জীবনের মূল্য এখন অনেক বেশি।

প্রাক্তন পাক পেসার বলেছিলেন, প্রয়োজনে চার্টার্ড বিমানে দুবাই গিয়ে ম্যাচ আয়োজন করা হোক। শোয়েবের এই প্রস্তাবে ক্ষুব্ধ কপিল দেব। তিনি সংবাদ সংস্থাকে বলেন, ” কেউ নিজের বক্তব্য রাখতে পারে। কিন্তু এইভাবে টাকা তোলার প্রয়োজন নেই। এই মুহূর্তে মহামারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই পরিস্থিতিতে সিরিজ আয়োজন করা মানে প্রত্যেকের জীবনের ঝুঁকি।”

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেট ম্যাচ আয়োজন করে ত্রাণ সংগ্রহের কোনও প্রয়োজন দেখছি না। ” আগামী ছয় মাসের আগে মাঠে নামাই সম্ভব নয় বলেই তাঁর ধারণা।

Previous articleকোন কোন ক্ষেত্রে করোনা পরীক্ষা? রাজ্যগুলিকে ছয় দফা নির্দেশ দিল ICMR ও স্বাস্থ্যমন্ত্রক
Next articleকরোনা’র ‘ভালো দিক’! হোয়াটসঅ্যাপে বঙ্গ- সিপিএমের রাজ্য কমিটির বৈঠক!