করোনা আক্রান্ত চোর, কোয়ারেন্টাইনে পুলিশ-বিচারক-সহ অনেকে, সুযোগ বুঝে পগারপার সঙ্গী চোর

এবার এক গাড়ি চোরের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাসের হদিশ। যা নিয়ে প্রবল উৎকণ্ঠা শুরু সংশ্লিষ্ট মহলে। ইতিমধ্যেই ওই চোরের পরিবারের লোক, পুলিশকর্মী, বিচারক-সহ বেশ কয়েকজনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে। এমনই ঘটনা ঘটেছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাবে।

জানা গিয়েছে, গত ৫ এপ্রিল গাড়ি চুরির অভিযোগে সৌরভ সেহগল নামক ২৫ বছরের ওই চোরকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। ওই রাতে নিজেদের হেফাজতে রেখে পরেরদিন, অর্থাৎ ৬ এপ্রিল তাকে আদালতে তোলা হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতকক্ষে কাশতে শুরু করে চোর সৌরভ। গায়ে হালকা জ্বরও ছিল তার। বিচারক ঝুঁকি না নিয়ে তাকে আগে চিকিৎসকের কাছে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসকের সন্দেহ হওয়ায় তাকে করোনার পরীক্ষা করাতে বলেন। আর পরীক্ষা করে দেখা যায় রিপোর্ট পজিটিভ।

সৌরভ এই সময় কালের মধ্যে কার কারবাড়িতে চুরি করতে গিয়েছে, সেটাই নিয়ে এখন উদ্বিগ্ন প্রশাসন। পুলিশের আরও মাথাব্যাথা বাড়িয়ে দিয়েছে সৌরভের সঙ্গী চোর নভজ্যোৎ। সৌরভের করোনা ধরা পড়ার পর নভজ্যোতেরও করোনা পরীক্ষা করার জন্য হাতকড়া খুলতেই পুলিশকে সে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

Previous articleকরোনা’র ‘ভালো দিক’! হোয়াটসঅ্যাপে বঙ্গ- সিপিএমের রাজ্য কমিটির বৈঠক!
Next articleলকডাউন : ১৬ দিনে গ্রেফতার চার হাজার