Tuesday, November 4, 2025

জাতীয় ও রাজ্যস্তরে স্বাস্থ্যকাঠামো মজবুত করতে কেন্দ্রের ১৫,০০০ কোটি টাকার স্বাস্থ্য প্রকল্প

Date:

করোনা-মোকাবিলায় জাতীয় ও রাজ্যস্তরের স্বাস্থ্যকাঠামো মজবুত করতে কেন্দ্রীয় উদ্যোগে ১৫,০০০ কোটি টাকার ৫ বছরের এক স্বাস্থ্য প্রকল্প অনুমোদন পেয়েছে৷ কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। তিনটি দফায় বিভক্ত এই প্রকল্প৷

প্রথমটি ২০২০ সালের জানুয়ারি থেকে জুন। দ্বিতীয়টি ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ। তৃতীয়টি ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ। এই তহবিলকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হবে। এই প্রকল্পের অধীনে যেসব পরিকল্পনা রয়েছে তার অন্যতম কোভিড-১৯ হাসপাতাল, আইসিইউ নির্মাণ এবং স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ।
জাতীয় স্বাস্থ্যমিশন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপৎকালীন কোভিড-১৯ মোকাবিলার দিকে লক্ষ্য রেখে জাতীয় ও রাজ্য স্তরে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করতে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় মেডিক্যাল সামগ্রী, ওষুধ, ল্যাবরেটরি ইত্যাদি নির্মাণ-সহ নানা খাতে এই প্রকল্পের অর্থ খরচ করা হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রথম দফায় একইসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসপাতাল ও সরকারি অ্যাম্বুল্যান্সকে জীবাণুবিহীন করা এবং PPE কেনার মতো বিষয়ও। ভারতে করোনার সবথেকে বেশি প্রকোপ পড়েছে মহারাষ্ট্র, তামিলনাডু ও দিল্লিতে। এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার কারনেই বহু রাজ্যই কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছে।

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...
Exit mobile version