করোনার সঙ্গে হ্যারিকেন, আতঙ্কে ফ্লোরিডা

করোনা দাপটে নাজেহাল অবস্থা মার্কিন মুলুকে। মহামারিতে বিধ্বস্ত আমেরিকার ফ্লোরিডা। এদিকে আটলান্টিক মহাসাগরে শুরু হচ্ছে ঘূর্ণিঝড়ের মরসুম। যা নিয়ে ভীত ফ্লোরিডাবাসী।

অন্যান্য বছর ঘূর্ণিঝড়ের আগে একাধিক নির্দেশিকা জারি করে প্রশাসন। খাদ্য সামগ্রী থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাখেন সাধারণ মানুষ। তবে এবছর ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও বাড়বে বলে জানাচ্ছেন আবহবিদরা। প্রতি বছর জুলাই থেকে নভেম্বরের মধ্যে সাধারণত চারটি বড় হ্যারিকেন আসে। তাদের গতিবেগ হয় গড়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের আবহবিদরা বলেন, চলতি বছরে হ্যারিকেন আসবে অন্যান্য বছরের তুলনায় বেশি।

ফ্লোরিডা ডিভিশন অব এমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রাক্তন ডিরেক্টর ব্রায়ান কুন বলেন, “করোনা নিয়ে এমনই আতঙ্কিত সবাই। হ্যারিকেনও খুব খারাপ। এই দুই একসঙ্গে হলে অবস্থা শোচনীয় হবে।”

Previous articleআমাজনের জঙ্গলে করোনার প্রথম বলি এক কিশোর
Next articleকরোনার প্রকোপ থেকে রক্ষা করতে সদ্যজাতদের মুখে আবরণ