আগামীকাল রবিবার ও পরশু সোমবার নবান্ন বন্ধ থাকবে। অর্থাৎ ১২ এপ্রিল ও ১৩ এপ্রিল নবান্ন লকডাউনে বন্ধ থাকবে। তার কারণ, গোটা নবান্ন স্যানিটাইজ করা হবে। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী এই খবর দিয়ে জানান, অনেকেদিন ধরে নবান্ন স্যানিটাইজড হয়নি। সেই কাজ এই দু’দিনে করা হবে। আমরা যারা রোজ আসছিলাম তাদের সুরক্ষার জন্য এটা দরকার। আগামী ১৪ এপ্রিল বাংলার নতুন বছর ১৪২৭ সালের শুরু। অর্থাৎ পয়লা বৈশাখ। সেই দিন ফের নবান্নে আসবেন মুখ্যমন্ত্রী।
