১) ১০টি রাজ্য লকডাউন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত এটা রাখতেই হবে।

২) প্রধানমন্ত্রী মুখে মাস্ক পরে কথা বলছেন।

৩) ওড়িশা ও পাঞ্জাব লকডাউন বাড়িয়ে দিয়েছে।

৪) মোদি বলেছেন, কেন্দ্র রাজ্যগুলির পাশে আছে।
৫) কেন্দ্র কী কী সাহায্য করতে পারে, রাজ্যগুলি সেই প্রসঙ্গ তুলছে।

৬) এদিকে বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক করবেন মমতা।

৭) মোদি আজ বা কাল চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।
