করোনায় তৃতীয় মৃত্যু কেরলে

করোনা আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যু কেরলে। শনিবার সকালে পারিয়াম মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বয়স ৭১ বছর।

গত ২৭ মার্চ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সুস্থ হয়ে বাড়িও চলে যান। ফের নিউমোনিয়া হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তখনই কোভিড- ১৯ পজিটিভ ধরা পড়ে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কিডনি অকেজো হয়ে পড়ে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

ওই ব্যক্তির কোনও ভ্রমণের ইতিহাস নেই। তবে অসুস্থ হওয়ার আগে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে কেরলে। ইতিমধ্যেই কেরলে প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়ার পর ১০০ দিন পেরিয়ে গিয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৬৩ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

Previous articleকাল শুরু ‘বেনজির কল্পতরু’, ৩০ হাজারের বেশি নামের রেজিস্ট্রেশন!
Next articleCMদের সঙ্গে PM বৈঠকে কী চলছে?