সোমবার থেকে অফিস করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা

সোমবার ১৩ এপ্রিল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের অফিসে আসার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে সচিবদেরও অফিসে আসতে বলা হয়েছে। কিন্তু কেন্দ্রের কড়া নির্দেশিকা, এক. মন্ত্রী, সচিব এবং দফতরের কর্মীদের কঠোরভাবে সোস্যাল ডিসট্যান্স মানতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও প্রয়োজনে গ্লাভস ব্যবহার করতে হবে।

দুই. দফতরে রোটেশন অনুযায়ী কর্মীরা আসবেন। সকলে আসবেন না। সেক্ষেত্রে এক তৃতীয়াংশ কর্মী আসতে পারেন।

তিন. কোনও অসুস্থ কর্মী অফিসে আসবেন না।

প্রধানমন্ত্রীও দফতরে এসে অফিস করবেন বলে জানা গিয়েছে।

Previous articleজন্মদিনে পাওয়া টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান প্রতিবন্ধী কিশোরের
Next article“বহিরাগতদের প্রবেশ নিষেধ”, টালা পার্ক-চিৎপুরকে “হটস্পট” ঘোষণা এলাকাবাসীদের!