মুখ্যমন্ত্রীর কাছে ১০ দফা আবেদন রাজ্যের চিকিৎসকদের

প্রতীকী ছবি

করোনা মোকাবিলা এবং বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের ১০ দফা আবেদন জানাল রাজ্যের চিকিৎসকদের অন্যতম সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

আজ, শনিবার মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে যে দাবিগুলি তাঁরা তুলে ধরছেন–

১) রাজ্যের করোনা পরিস্থিতি বুঝতে আরও বেশি করে করোনা পরীক্ষার উপরে জোর দেওয়া।

২) সমস্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের জন্য গুণগত মানের পিপিই-র ব্যবস্থা করা।

৩) স্বাস্থ্যকর্মীদের সামাজিকভাবে যে কোনও বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ।

৪) করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বা ইনসেন্টিভের ব্যবস্থা করা।

৫) স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা।

Previous articleওয়ার্ক ফ্রম হোম: এভাবেও টিভিতে অনুষ্ঠান করা যায়!
Next articleরাতে আগুন বাগুইআটি বাজারে