করোনা: হাসপাতাল থেকে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার পরে রবিবার ছুটি পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তিনদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটেও থাকতে হয়েছিল। ব্রিটিশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনই তিনি কাজে ফিরতে পারবেন না। ব্রিটিশ সরকার সূত্রের খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন বরিস। তবে সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এবং সুস্থতা পরবর্তী সংক্রমণের সময় পার করা পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণে থাকবেন তিনি। তার পরেই ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে। এদিন এক ভিডিও বার্তায় ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবায় যুক্ত কর্মীদের অকুণ্ঠ প্রশংসা করেন বরিস জনসন।

Previous articleকরোনা সঙ্কটের মধ্যেই এবার রাজ্যের এই সেনা ছাউনিতে বিধ্বংসী আগুন
Next articleপ্রয়াত ‘জয় বাবা ফেলুনাথ’-এর জাগলার অভয় মিত্র