Thursday, August 21, 2025

হিন্দু ব্যক্তির সৎকার করলেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির সিউড়িতে

Date:

সম্প্রীতির অনন্য নজির দেখা গেলো বীরভূমের সিউড়িতে। এক হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন কয়েকজন মুসলিম যুবক। হিন্দু ধর্মের রীতি অনুসারে পরলৌকিক ক্রিয়াতেও আর্থিকভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।

বীরভূমের সিউড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের সোনাতোর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন শ্যামাশিস চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বছর ৫৪ – র ওই ব্যক্তি। পেশায় অটোচালক ওই ব্যক্তির রবিবার বাড়িতেই মৃত্যু হয়।

কিডনি সমস্যার পর তিনি সম্প্রতি খাবারের দোকান করেছিলেন। অবিবাহিত ওই ব্যক্তির পরিবার বলতে একমাত্র ভাই শিবাশীষ চট্টোপাধ্যায়। বাংলা সংস্কৃতি মঞ্চের সঙ্গে যুক্ত কাজী বাদশা, মফিজুল ইসলাম, নুর আলম, রবিউল ইসলাম ,বাপ্পা কাজী কয়েকজন মুসলিম প্রতিবেশী যুবক শ্যামাশিস চট্টোপাধ্যায় মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী হরিনাম সংকীর্তন সহ শবযাত্রায় শামিল হলেন তাঁরা।

বাংলা সংস্কৃতি মঞ্চের সামিরুল ইসলাম বলেন,”মনুষ্যত্ব ছাড়া ধর্ম হয় না। এক পরিবার বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করাই হল মহান ধর্ম। আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন মুসলিম যুবক মৃত হিন্দু ব্যক্তির দেহ সৎকারে সাহায্য করেছেন”। কাজী বাদশা বলেন, “ওই ব্যক্তির মৃত্যুর পর আত্মীয় স্বজনকে না পেলেও আমরা কয়েকজন মিলে তাঁর মৃতদেহ সৎকার করেছি ধর্মীয় রীতি অনুসারে। ওঁর পরলৌকিক ক্রিয়াতে আমরা আর্থিকভাবে সাহায্য করব।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version