Saturday, August 23, 2025

সশস্ত্র পাঞ্জাবি- নিহাঙ্গদের হামলায় পুলিশকর্মীর হাত কাটা গেল, আহত ওসি-ও

Date:

লকডাউনের ‘পাস’ দেখতে চাওয়ায় শিখ সমাজের সশস্ত্র শাখা নিহাঙ্গরা হামলা চালালো পুলিশের উপর৷ এই হামলায় হাত কাটা গিয়েছে এক ASI–এর। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন পুলিশকর্মী। গুরুতর জখম হয়েছেন ওসি ভিক্কর সিং৷

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টা নাগাদ পাঞ্জাবের পাতিয়ালায় সনৌর রোডের বড় সব্জি মন্ডির মূল গেটের সামনে। করোনার কারনে লকডাউন এবং লকডাউনের জন্য রাজ্য জুড়ে চলাফেরায় কড়া বিধিনিষেধ৷ রবিবার সকালে সব্জি মন্ডিতে পুলিশকর্মীরা রুটিনমাফিক টহল দিচ্ছিলেন। পাঞ্জাবের DGP দিনকর গুপ্তা টুইট পোস্টে জানিয়েছেন, আচমকা একদল নিহাঙ্গ পুলিশকর্মীদের উপর হামলা চালালে ASI হরজিৎ সিং’এর এক হাতের কব্জি কাটা গিয়েছে৷ গুরুতর জখম হয়েছেন ওসি ভিক্কর সিং সহ আরও একাধিক পুলিশকর্মী এবং মন্ডি বোর্ডের এক অফিসার।
SSP মনদীপ সিং সিধু জানিয়েছেন, এদিন সকালে একটা গাড়িতে ৫ জন নিহাঙ্গ সব্জি মন্ডিতে পৌঁছলে তাদের কাছে লকডাউনের সরকারি পাস দেখতে চান মন্ডি বোর্ডের ওই অফিসার। পাস না থাকায় তারা অফিসারের সঙ্গে প্রথমে বচসা শুরু করে এবং তারপর পুলিশের ব্যারিকেড ভেঙে পালাতে যায়। তখন সেখানে মন্ডিতে কর্তব্যরত পুলিশকর্মীরা পৌঁছলে নিহাঙ্গরা পুলিশকর্মীদের এলোপাথাড়ি তলোয়ার দিয়ে হামলা করে চম্পট দেয়। DGP আরও জানিয়েছেন, প্রথমে স্থানীয় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও হরজিতকে শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হএএসআই সেরা প্লাস্টিক সার্জেনদের এবং ASI-এর চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর হাতের অস্ত্রোপচার শুরু হয়েছে। অভিযুক্ত নিহাঙ্গ দলকে দ্রুত গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version