Sunday, November 16, 2025

“কল্পতরু” অভিষেক! দু’হাত তুলে প্রিয় সাংসদকে আশীর্বাদ ডায়মন্ড হারবার জনতার

Date:

দেশজুড়ে ক্রমেই চওড়া হচ্ছে করোনার কালো থাবা। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গোটা দেশে লকডাউন করেও আটকানো যাচ্ছে না সংখ্যাবৃদ্ধি। লকডাউনের জেরেই এখনও দেশের বিভিন্ন প্রান্তে সমস্যায় রয়েছে মানুষ। রোজগার নেই। নেই রুটি। ব্যতিক্রমী নয় ডায়মন্ড হারবারও। তবে তিনি থাকতে তাঁর লোকসভা কেন্দ্রের একজনও মানুষকেও লকডাউনে উপোস করতে হবে না। তাঁর লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষের খাদ্য সুরক্ষার ভার নিয়ে বেনজির “কল্পতরু” রূপে নিজেকে ধরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই উদ্যোগ বাড়ে বাড়ে মনে করিয়ে দিচ্ছিল ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান, “মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…”।

এই সঙ্কটককালে অনেকেই তো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সাহায্যের হাত বাড়াচ্ছেন। তাহলে অভিষেক কেন বেনজির? কেনইবা ব্যতিক্রমী? আসলে যেমন কথা তেমন কাজ। আজ, রবিবার ১২ এপ্রিল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের ৭টি বিধানসভা অঞ্চলে (ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবরুজ) খাদ্য সঙ্কটে থাকা দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিলেন অভিষেক। অভিষেকের এই কর্মসূচি চলবে চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন। আসলে তিনি তিনি বিশ্বাস করেন, “সবার উপরে মানুষ সত্য”। লকডাউন ভঙ্গ করে মানুষকে খাবারের জন্য আসতে হয়নি। মানুষের বাড়ি পৌঁছে গেলো খাবার। আজ প্রথমদিনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৫৮ হাজার মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু প্রকল্প। এই নজির সারা দেশে আর কোনও সাংসদের নেই।

“কল্পতরু এই বিপুল মানুষের খাবার পৌঁছে যাচ্ছে কমিউনিটি কিচেন পরিষেবার মধ্য দিয়ে। অভিষেক তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের জন্য নজিরবিহীনভাবে ২১টি কমিউনিটি কিচেন তৈরি করেছেন। যেখানে ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষের জন্য রান্নার কাজ। স্বেচ্ছাসেবকরা সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে রান্না থেকে শুরু করে প্যাকেট তৈরি এবং তা মানুষের বাড়ি পৌঁছে দিচ্ছেন একেবারে সঠিক সময়ে।

পুরুষ থেকে মহিলা, আট থেকে আশি দুপুরে খিদের মুখে হাতে পেলেন গরম গরম খাবার। ভরলো পেট। মুখের কোণে তৃপ্তির হাসি। দু’হাত তুলে আশীর্বাদ করলেন সুখ-দুঃখের সাথী প্রিয় সাংসদকে। সকলে একসুরে বললেন, “উনি আমাদের কাছে সাংসদ নয়। মানুষের মতো দেখতে ভগবানের রূপ। আজকের এই দিন আমরা ভুলবো না। উনি আমাদের পাশে যেমন আছেন। আমরাও ওনার পাশে আছি। আমাদের মুখে উনি অন্ন তুলে দিচ্ছেন। তাই দেশকে বাঁচাতে ওনার কথা মতোই আমরা করোনা যুদ্ধে না জেতা পর্যন্ত আমরা লকডাউন পালন করবো।”

এদিকে লকডাউন পর্বে ডায়মন্ড হারবারের মানুষের জন্য ০৩৩৪০৮৭৬২৬২ ফোন নম্বরটি আলাদিনের আশ্চর্য প্রদীপের কাজ করেছে। এই নম্বরেই ফোন করে গত ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত খাদ্য সঙ্কটে থাকা মানুষ নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। প্রথমদিনই নাম নথিভুক্ত করা এমন একজনও মানুষ ছিলেন না, যাঁর ঘরে “কল্পতরু” অন্ন পৌঁছায়নি। যাতে একজনও অসহায় মানুষ বঞ্চিত না হয়, তার জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দিনভর নজরদারি করেছেন অভিষেকও।

জানা নেই, করোনা মানব সভ্যতাকে ধ্বংসের যে খেলায় নেমেছে তার কোথায় শেষ। মেঘনাথের মতো আড়ালে থেকে মারণ ছোবল মারছে নরখাদক ভাইরাস। এই যুদ্ধের শেষ পরিণতিও জানা নেই কারও। তবে করোনা যুদ্ধে মানুষ শেষ পর্যন্ত জিতবে কিনা জানা নেই। কিন্তু তার অনেক আগেই মানবিকতাকে জিতিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন অভিষেক। তাই তো আজ ডায়মন্ড হারবার বলছে, “ধন্য তুমি ধন্য …”।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version