Wednesday, August 27, 2025

আজ থেকে শহরে ট্যাক্সি, চড়তে হলে দেখাতে হবে পুলিশি-পাস

Date:

Share post:

জরুরি পরিষেবার জন্য আজ, রবিবার থেকে মিলবে ট্যাক্সি পরিষেবা৷ বাস মিলবে নির্দিষ্ট কিছু রুটে৷ পাওয়া যাবে ওলা-উবের ক্যাব৷ তবে, এইসব সুযোগ মিলবে প্রয়োজনীয় নথি এবং পুলিশের ‘পাস’ দেখানোর পর৷

দেশজুড়ে চলছে লকডাউন। সেই লকডাউনে মেয়াদ বাড়ছে৷ রাস্তাঘাট ফাঁকা। কিন্তু মানুষকে কাজের তাগিদে বাইরে বেরোতেই হচ্ছে। কেউ যাচ্ছেন হাসপাতাল, কাউকে বা ব্যাংক, কাউকে বা জরুরি পরিষেবার কাজে। এই পরিস্থিতিতে এগিয়ে এল কলকাতা পুলিশ।

রবিবার কলকাতা পুলিশের টুইটারে একটি নম্বর দেওয়া হয়। নম্বরটি হল-১০৭৩। টুইটেই জানানো হয়েছে, জরুরি পরিষেবার জন্য ট্যাক্সি পাওয়া যাবে। তবে, তার জন্য সেই নম্বরে ফোন করে নাম, ঠিকানা, গন্তব্য কোথায় এবং সেখানে যাওয়ার কারণ বলতে হবে। তারপর সেখান থেকেই ট্যাক্সিচালকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে পাঠানো হবে ট্যাক্সি। প্রয়োজনীয় নথি দেখালে তবেই মিলবে পরিষেবা। একটি ট্যাক্সিতে ৩ জনের বেশি ওঠা যাবে না বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের তরফে কলকাতার বেশ কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরুরি পরিষেবা চালু রাখার জন্যই এই বাস পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পরিবহণ দফতর সূত্রে। কলকাতার যে রুটগুলিতে বাস চালানোর কথা ঘোষণা করা হয়েছে, সেগুলি হল-

রুট S-24, হাওড়া স্টেশন-কামালগাজি।

রুট C-37, এসপ্ল্যানেড-আমতলা।

S-12 রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন।

রুট S-9A, ডানলপ-বালিগঞ্জ।

S-5 রুটে হাওড়া স্টেশন-গড়িয়া।

C-8 রুটে জোকা -বারাসাত।
এসব বাসে ওঠার আগে স্থানীয় থানা থেকে নিতে হবে পাস বা অনুমতিপত্র৷

শহরের জরুরি পরিষেবা চালু রাখতে এগিয়ে এসেছে ওলা উবের-ও। জরুরি ভিত্তিতে পাওয়া যাচ্ছে তাঁদের ক্যাব। ওলা ও উবেরের কন্ট্রোল রুমের নম্বর হল যথাক্রমে 9434315892 এবং 833 500 2133

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...