Thursday, November 6, 2025

শিলিগুড়ি, মুর্শিদাবাদে লকডাউনের শর্ত মানা হচ্ছে না, রাজ্যকে ফের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

রাজ্য সরকারকে ফের চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আবারও বলা হয়েছে, লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে না এই রাজ্যের সব জায়গায়। লকডাউন না মেনে কোথাও কোথাও এমন বিভিন্ন জিনিসের দোকান খোলা থাকছে, যেগুলি জরুরি নয় আদৌ। অত্যাবশ্যক পরিষেবার মধ্যেও পড়ে না। কোনও কোনও ধর্মস্থানে এখনও অপ্রয়োজনীয় জমায়েত চলছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় এই চিঠি লেখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বলা হয়েছে, রাজ্যের নানা জায়গায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে জমায়েত করছেন মানুষ। শিলিগুড়িতে এমন অনেক দোকান খোলা রাখা হয়েছে, যেগুলি জরুরি পণ্যের দোকান নয়। একইসঙ্গে চিঠিতে লেখা হয়েছে, মুর্শিদাবাদেও কিছু অপ্রয়োজনীয় ধর্মীয় জমায়েত করা হচ্ছে।
কেন্দ্রের চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, লকডাউন যাতে যথাযথভাবে মানা হয়, সেবিষয়ে রাজ্যেকে পদক্ষেপ করতে হবে। ভবিষ্যতে এমন যাতে আর না হয়, সে জন্য জেলা প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে শুধু এ রাজ্যকেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্য প্রশাসনকেই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, যাতে লকডাউনের সমস্ত নিয়ম মানা হয়। বিশেষ করে বলা হয়েছে, পণ্যপরিবহণের জন্য চলা ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণের কথা। কোয়ারান্টিনে থাকা মানুষদের উপর বিশেষ নজরদারি অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version