ফের মিটু ঝড় বলিউডে, সরব ওয়েবসিরিজ খ্যাত অভিনেত্রী

0
1

আবারও মিটু -র ঝড় বলিউডে। এবার ওয়েবসিরিজ নির্মাতার বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেত্রী মানবী গাগরু। ফোর মোর শটস প্লিজ, টিভিএফ ট্রিপলিং ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, “বছর খানেক আগে ফোনে এক ব্যক্তি ওয়েবসিরিজের কাজ করার প্রস্তাব দেন। যে বাজেট অফার করা হয় তা অনেক কম। বাজেট বাড়াতে বলায় আমাকে বলা হয় কম্প্রোমাইজ করতে হবে। ”

এই কথা শুনে মানবী প্রথমে ঘাবড়ে যান। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার হুমকি মানবী। মিটু নিয়ে এত কাণ্ডের পর তাঁর সঙ্গে এই রকম ঘটনা ঘটতে পারে ভাবতেই পারেননি অভিনেত্রী। প্রায় এক বছর পর তিনি এই কথা প্রকাশ্যে আনেন।