Thursday, July 3, 2025

এসব কী হচ্ছে? কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

এসব কী হচ্ছে? তীব্র প্রতিবাদ রইলো

সোমবার দুপুর।
ভ্রাতৃসম এক সাংবাদিকের ফোন। গলায় উদ্বেগ ও উত্তেজনা।
এই তরুণ সাংবাদিকটি এক জনপ্রিয় টিভি চ্যানেলে কর্তব্যরত। সেই চ্যানেল ধর্মনিরেপক্ষ। আরেকটু এগিয়ে বিজেপির তীব্র সমালোচকও বলা যায়।

ছেলেটি সকাল থেকে মাস্ক পরা নিয়ে খবর করছিল। বাধ্যতামূলক বিষয়টি কারা করছেন বা কারা অমান্য করছেন।

উল্টোডাঙাসহ উত্তর কলকাতার একাধিক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলে তার চিত্র সাংবাদিক। সে খবর করে। যারা মাস্ক পরে নি, তাদের পুলিশ মাস্ক পরতে বাধ্য করছে, এমন ইতিবাচক খবরও করে।

এরপর মধ্য কলকাতার একটি বিশেষ জায়গায় পৌঁছে সে দেখে রাস্তায় অনেক লোক ঘুরছে এবং প্রায় কেউ মাস্ক পরে নি। পুলিশ উদাসীন।

তারা ক্যামেরা নিয়ে নামে। ছবি তোলে। তাই দেখে দুই পুলিশকর্মী একটু সক্রিয় হয়। দুএকজন পথচারী রুষ্ট হয়।
সাংবাদিক একটি ” ওয়াক থ্রু” রেকর্ড করে।

এরপর হঠাৎ বড়সড় জটলা করে থাকে ঘিরে অকথ্য গালিগালাজ ও অপমান করা হয়। বলা হয় ” মোদি কা দাল্লা”। সে বলে,” আমি কেন মোদির দালাল হতে যাব? আপনারা মাস্ক না পরে এতজন ঘুরছেন। তাই খবর করছি।” এরপর ছেলেটির মা, বোন তুলে গালমন্দ চলে। বলা হয়, এইসব খবর দেখিয়ে মহল্লাকে বদনাম করা হচ্ছে। মোদির দালালরাই এসব করে। গাড়ি ঘিরে রাখা হয়। শেষে খবর পেয়ে বাড়তি পুলিশ এসে তাকে বার করে ঘেরাটোপ থেকে। মারমুখী জনতা এক নেতার নাম করে তাকে হুমকি দিতে থাকে।

ছেলেটি সেই নেতার নম্বর জোগাড় করছে। তাঁকে ফোন করে অনুগামীদের কান্ড জানাবে বলে।

এই তরুণ সাংবাদিক অতি ভদ্র, রুচিশীল ছেলে। দক্ষ সাংবাদিক।
তাকে এই ধরণের কুৎসিত অভিজ্ঞতার মুখে পড়তে হবে কেন?
সে কোনো অন্যায় করে নি। অথচ তার বড় কোনো বিপদ ঘটে যেতে পারত।

মূর্খ জনতা এটুকুও জানে না, ওই চ্যানেল বিজেপির কড়া বিরোধিতা করে।

সবচেয়ে দুঃখের কথা, এই করোনাযুদ্ধের পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে বা অন্য বাধ্যবাধকতায় সেই চ্যানেল এই ঘটনা কতটুকু সম্প্রচার করতে পারবে, বলা সহজ।

মাঝখান থেকে সাংবাদিকটি চূড়ান্ত লাঞ্ছিত, অপমানিত হল। এর কোনো পুলিশ কেসও নিশ্চয়ই হবে না।

আমরা ধর্মনিরপেক্ষতা আর সম্প্রীতির কথা একশোবার বলব। কিন্তু সেটা করতে গিয়ে একটি শ্রেণীর লাগামহীন মাত্রাছাড়া উগ্রতাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এর ফল আগামীদিন সকলকে ভোগ করতে হবে।

সরকারি নিয়ম সবার জন্য। দয়া করে প্রশাসন সকলকে বোঝাক। শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে শাক তো ফুরিয়ে এলো!

কলকাতার বুকে বিনা দোষে ওই তরুণ সাংবাদিককে হেনস্থার মুখে পড়তে হবে কেন????? কেন?????? কেন???????

spot_img

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...