Tuesday, December 16, 2025
কুণাল ঘোষ

এসব কী হচ্ছে? তীব্র প্রতিবাদ রইলো

সোমবার দুপুর।
ভ্রাতৃসম এক সাংবাদিকের ফোন। গলায় উদ্বেগ ও উত্তেজনা।
এই তরুণ সাংবাদিকটি এক জনপ্রিয় টিভি চ্যানেলে কর্তব্যরত। সেই চ্যানেল ধর্মনিরেপক্ষ। আরেকটু এগিয়ে বিজেপির তীব্র সমালোচকও বলা যায়।

ছেলেটি সকাল থেকে মাস্ক পরা নিয়ে খবর করছিল। বাধ্যতামূলক বিষয়টি কারা করছেন বা কারা অমান্য করছেন।

উল্টোডাঙাসহ উত্তর কলকাতার একাধিক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলে তার চিত্র সাংবাদিক। সে খবর করে। যারা মাস্ক পরে নি, তাদের পুলিশ মাস্ক পরতে বাধ্য করছে, এমন ইতিবাচক খবরও করে।

এরপর মধ্য কলকাতার একটি বিশেষ জায়গায় পৌঁছে সে দেখে রাস্তায় অনেক লোক ঘুরছে এবং প্রায় কেউ মাস্ক পরে নি। পুলিশ উদাসীন।

তারা ক্যামেরা নিয়ে নামে। ছবি তোলে। তাই দেখে দুই পুলিশকর্মী একটু সক্রিয় হয়। দুএকজন পথচারী রুষ্ট হয়।
সাংবাদিক একটি ” ওয়াক থ্রু” রেকর্ড করে।

এরপর হঠাৎ বড়সড় জটলা করে থাকে ঘিরে অকথ্য গালিগালাজ ও অপমান করা হয়। বলা হয় ” মোদি কা দাল্লা”। সে বলে,” আমি কেন মোদির দালাল হতে যাব? আপনারা মাস্ক না পরে এতজন ঘুরছেন। তাই খবর করছি।” এরপর ছেলেটির মা, বোন তুলে গালমন্দ চলে। বলা হয়, এইসব খবর দেখিয়ে মহল্লাকে বদনাম করা হচ্ছে। মোদির দালালরাই এসব করে। গাড়ি ঘিরে রাখা হয়। শেষে খবর পেয়ে বাড়তি পুলিশ এসে তাকে বার করে ঘেরাটোপ থেকে। মারমুখী জনতা এক নেতার নাম করে তাকে হুমকি দিতে থাকে।

ছেলেটি সেই নেতার নম্বর জোগাড় করছে। তাঁকে ফোন করে অনুগামীদের কান্ড জানাবে বলে।

এই তরুণ সাংবাদিক অতি ভদ্র, রুচিশীল ছেলে। দক্ষ সাংবাদিক।
তাকে এই ধরণের কুৎসিত অভিজ্ঞতার মুখে পড়তে হবে কেন?
সে কোনো অন্যায় করে নি। অথচ তার বড় কোনো বিপদ ঘটে যেতে পারত।

মূর্খ জনতা এটুকুও জানে না, ওই চ্যানেল বিজেপির কড়া বিরোধিতা করে।

সবচেয়ে দুঃখের কথা, এই করোনাযুদ্ধের পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে বা অন্য বাধ্যবাধকতায় সেই চ্যানেল এই ঘটনা কতটুকু সম্প্রচার করতে পারবে, বলা সহজ।

মাঝখান থেকে সাংবাদিকটি চূড়ান্ত লাঞ্ছিত, অপমানিত হল। এর কোনো পুলিশ কেসও নিশ্চয়ই হবে না।

আমরা ধর্মনিরপেক্ষতা আর সম্প্রীতির কথা একশোবার বলব। কিন্তু সেটা করতে গিয়ে একটি শ্রেণীর লাগামহীন মাত্রাছাড়া উগ্রতাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এর ফল আগামীদিন সকলকে ভোগ করতে হবে।

সরকারি নিয়ম সবার জন্য। দয়া করে প্রশাসন সকলকে বোঝাক। শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে শাক তো ফুরিয়ে এলো!

কলকাতার বুকে বিনা দোষে ওই তরুণ সাংবাদিককে হেনস্থার মুখে পড়তে হবে কেন????? কেন?????? কেন???????

Related articles

এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

বাংলাদেশের (Bangladesh) ৫৪তম স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর (Army) পূর্বাঞ্চলীয় সদর কলকাতায় পালিত হল হিসেবে। মঙ্গলবার সেখানে বিশেষ যৌথ অনুষ্ঠানের...

বরাদ্দ বন্ধের জবাব চাইবেন ১০ তৃণমূল সাংসদ: বুধে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক

অবশেষে তৃণমূল সাংসদদের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে টালবাহানার পরে অবশেষে তৃণমূল সাংসদদের...

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...
Exit mobile version