মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যায়। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকোর সংশ্লিষ্ট বিমান নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থা।
সূত্রের খবর, সোমবার একটি প্রাইভেট জেট আকাপুলকো থেকে মেক্সিকো সিটির টলুকা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের আগেই বিপত্তি ঘটে। আকাপুলকো থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান মাতেও আতেনকো শিল্পাঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এক কারখানার ছাদে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জরুরি অবতরণের সময় কারখানার ছাদে থাকা ধাতব কাঠামোয় প্রথমে আঘাত লাগে বিমানের। তার পরই সেটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল। আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ শুরু করা হয়। মেক্সিকো পুলিশ জানিয়েছে, বিমানটিতে আটজন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য ছিলেন। এখনও পর্যন্ত সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠিক কী কারণে উড়ানের সময় বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে
–
–
–
–
–
–
–
