বছরখানেক হল বিয়ে হয়েছে। অ্যান্দ্রেই কসচিভের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে বেশিরভাগ সময়ে বার্সেলোনায় থাকেন বলিউড অভিনেত্রী শ্রিয়া সরণ। এবার সেই দেশেই করোনা আক্রান্ত হলেন দম্পতি। রিপোর্ট পজিটিভ আসা সত্বেও ভর্তি নেয়নি হাসপাতাল এমনটাই অভিযোগ অভিনেত্রীর।

স্বামীর শরীরে কোভিড ১৯-এর উপসর্গ দেখা দিতেই তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যান শ্রিয়া। কিন্তু উপসর্গ খুব জটিল নয় জানিয়ে, তাঁদের বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেয় হাসপাতাল। জ্বর এবং শুকনো কাশির মতো উপসর্গ নিয়ে শ্রিয়ার সঙ্গে বার্সেলোনার বাড়িতেই রয়েছেন অ্যান্দ্রেই কসচিভ। বর্তমানে অ্যান্দ্রেই ভালো আছেন বলে জানান শ্রিয়া।
