লকডাউনে গরিব মানুষদের রান্না করা খাবার দিলেন সাংবাদিকরা

কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় প্রেস ক্লাবের তাঁবুতে মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ লকডাউনের ফলে বিপাকে পড়া গরীব মানুষদের রান্না করা খাবার বিতড়ণ করা হল। প্রায় ৪০০ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। লকডাউন চলাকালীন এই খাবার পেয়ে অসহায় মানুষের আনন্দ আর ধরে না। বেশ কয়েকদিন এই খাবার দেওয়া হবে বলে প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ।

Previous articleলকডাউনের নববর্ষে অসহায় মানুষদের মিষ্টিমুখ করাতে দুধ-চিনি-শিমাই বিলি শশী পাঁজার
Next articleকরোনার জের, পয়লা বৈশাখে জনশূন্য তারাপীঠ