Monday, November 17, 2025

লকডাউনের সময়সীমা বৃদ্ধি করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী: দিলীপ

Date:

আজ, পয়লা বৈশাখে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন। একইসঙ্গে সংবিধান রূপকার বি আর আম্বেদকর-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। দিলীপ ঘোষ আশাবাদী, নতুন বছর হতাশা কাটিয়ে আগামী দিনে করোনা মুক্ত হবে দেশ। নতুন উদ্যমে দেশ এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে আজ যে ভাষণ দিয়েছেন এবং লকডাউনের দ্বিতীয় পর্যায়ে ৩ মে পর্যন্ত করার যে ঘোষণা মোদি করেছেন তাতে দেশের মঙ্গলে একেবারে সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, “এখন যে পরিস্থিতি, তাতে এটাই প্রযোজ্য ছিল। এবং সেই কথা মাথায় রেখে সারা দেশে লকডাউন-এর সময়সীমা বাড়ানো হয়েছে। ২০ তারিখ পর্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে দেশ যাবে এবং তার পরের দিনগুলিতে পর্যালোচনা করে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাও প্রধানমন্ত্রী বললেন এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে তবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

তবে এদিনও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, রাজ্যে লকডাউন-এর প্রয়োজনীয়তা যে কী অনেকেই সেটা বুঝতে পারছে না। এখানে লকডাউন কিছুই কার্যকর করা হচ্ছে না, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে জনপরিষেবা চালু করা হয়েছে। যেমন, ফুলের মার্কেট খুলে দিয়ে ভুল করেছে রাজ্য সরকার। কেননা এই মুহূর্তে ধর্মীয় আচার-অনুষ্ঠান সবকিছুই বন্ধ। সেখানে ফুলের মার্কেট খুলে লাভ কী? বিক্রেতাদের লোকসান হবে বলেও দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি।

রাজ্যের কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মানুষ যথেষ্ট পরিষেবা পাচ্ছে না বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে
কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ। যে মানুষগুলো এই সেন্টারে থাকছে তারা বিভিন্ন সময়ে বাইরে চলে যাচ্ছে। তার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলেও মনে করেন তিনি।

এরপর রাজ্যের রেশনিং ব্যবস্থা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়ে বলেন, কেন্দ্র একটি প্রকল্প ঘোষণা করছে, রাজ্যে সেটা এসে অন্যমাত্রা পাচ্ছে। এবং রাজ্যের সমস্ত মানুষের ঘরে ঘরে যাতে রেশন পৌঁছে যায় সেদিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।

এখানেই শেষ নয়। রাজ্য বিজেপি সভাপতি অভিযোগের সুরে বলেন, কেন্দ্র থেকে প্রচুর কিট আসা সত্ত্বেও এখনও সেইভাবে পরীক্ষা করার ব্যবস্থা হচ্ছে না। এখনও পর্যন্ত এ রাজ্যে যা পরীক্ষা করা হয়েছে অন্যান্য রাজ্যের থেকে তা খুবই কম।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version