বাঙালি বরাবরই ভোজন রসিক। নববর্ষ শুরু হয়েছে লকডাউনে। এবার তাই নয়া উপহার নিয়ে এলো বিঞ্জ বেফিকর। বাড়ি বসেই মিলবে নববর্ষ স্পেশাল খাবার। যার মধ্যে রয়েছে, লুচি,সাদা ভাত, বাংলা পোলাও, ছোলার ডাল, ধোকার ডালনা, ছানার রসা, রুই কালিয়া, সর্ষে পমফ্রেট, সর্ষে মাছ, কষা মাংস, মুরগির ঝোল আলু দিয়ে, চিংড়ি মালাইকারি, মিষ্টি দই, রসগোল্লা, আম দই, চম চম।

মাস ছয়েক আগে যাত্রা শুরু করে বিঞ্জ বেফিকর। নববর্ষ স্পেশাল মেনু মিলবে জোম্যাটো এবং সুইগিতে। পাশাপাশি আনোয়ার শাহ রোড ক্লাউড কিচেন থেকে অর্ডার করা যাবে। যার যোগাযোগ নম্বর +91 98302 29156। + 91 98306 03264 নম্বরে ফোন করে অর্ডার করা যাবে হ্যারিংটন স্ট্রিট ক্লাউড কিচেন থেকে।

বিঞ্জ বেফিকরের কর্ণধার অনিশা মোহতা জানান, “করোনাভাইরাস এবং তার জন্য লকডাউন চলায় এবছর পয়লা বৈশাখে বাইরে যাওয়া সম্ভব না। সেই কথা মাথায় রেখেই বাড়িতে বসে নববর্ষ উদযাপন করার সুযোগ এনেছি আমরা। বাড়িতেই পাওয়া যাবে বাঙালি খাবার। পাশাপাশি তিনি জানান, শুধু পয়লা বৈশাখের দিন নয়, ক্রেতারা চাইলে বেশ কিছু দিন এই খাবার মিলবে।
