Saturday, August 23, 2025

করোনা মোকাবিলা: বাড়ি বাড়ি ঘুরে থার্মল স্ক্রিনিং উত্তরপাড়ায়

Date:

Share post:

করোনা মোকাবিলায় থার্মল স্ক্রিনিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা শুরু করলেন উত্তরপাড়া পুরসভার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার সকালে পুরসভার উদ্যোগে বাসিন্দাদের বাড়িতে গিয়ে র‍্যান্ডম পরীক্ষা করেন তাঁরা। কারও জ্বর আছে কি না তা দেখার পাশাপাশি গত কয়েকদিনে কারও কাশি গলাব্যাথা বা অন্য কোনও উপসর্গ দেখা দিয়েছে কি না তাও জিজ্ঞাসা করেন চিকিৎসকরা। কোনও উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়। উত্তরপাড়া সখের বাজার এলাকা থেকে শুরু হয় স্ক্রিনিং।

পুরসভার মেডিক্যাল অফিসার জানান, হাসপাতালের ফিভার ক্লিনিকে যে পরীক্ষা হয় সেটাই বাড়ি গিয়ে করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে রিপোর্ট সংগ্রহ করবেন। তা স্বাস্থ্য দফতরে পাঠানো হবে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। অকারণে বাইরে না বেরোতে আবেদন করেন। খুব প্রয়োজনে বেরোলেও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজার রাখতে অনুরোধ করেন। চেয়ারম্যান জানান, পুরসভা পাঁচটা থার্মল গান কিনেছে। যা দিয়ে পুরসভার সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্ক্রিনিং করার কাজ চলবে। এরজন্য চারটি জোন ভাগ করা হয়েছে। এই কাজের জন্য স্বাস্থ্যকর্মীদের চারটি দল গঠন করা হয়েছে। এর ফলে শহরবাসীর মনে যে আতঙ্ক তা দূর হবে। অনেক সময় করোনাভাইরাসে আক্রান্ত হলেও প্রাথমিক ভাবে কিছুই বোঝা যাচ্ছে না। সেসময় যারা আক্রান্তের সংস্পর্শে আসবেন তারা সংক্রামিত হতে পারেন।থার্মল স্ক্রিনিং এবং চিকিংসকদের পরামর্শের ফলে সেই অনিশ্চয়তা কাটবে বলে আশা। পুরসভার এই উদ্যোগে খুশি উত্তরপাড়া।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...