বিশ্বে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে চিনে দ্বিতীয় দফায় আক্রান্তের খবর জানা যাচ্ছে। বেজিং সরকারের আশঙ্কা, নতুন করে এই মারণ ভাইরাসের সংক্রমণ আবার ছড়াতে পারে। ইতিমধ্যেই মানুষের উপর ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন দিল চিন।
সূত্রের খবর, রাশিয়া থেকে যে সকল চিনা নাগরিকরা চিনে ফিরছে তারাই মারাত্মকভাবে এই মারণ ভাইরাসের কবলে পড়ছে। তাই রাশিয়া থেকে চিনের নাগরিকদের দেশে ফেরা বন্ধ করার ব্যাপারে সতর্ক হয়েছে চিনা প্রশাসন। এছাড়াও, বেআইনিভাবে বিদেশ থেকে আসা কোনও ব্যক্তি খবর দিলে তাঁকে পুরষ্কার হিসেবে ৭১০ মার্কিন ডলার দেওয়ার কথাও ঘোষণা করেছে চিনা প্রশাসন।