Thursday, November 13, 2025

প্রসূতি করোনা- আক্রান্ত, বন্ধ হলো NRS-এর গাইনি ওয়ার্ড, লেবার রুম

Date:

এবার NRS হাসপাতাল৷

করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে NRS হাসপাতালে৷

গত সোমবার এই হাসপাতালে সন্তানের জন্ম দেন এক বধূ৷ এরপর ওই বধূ জ্বর এবং সর্দি-কাশিতে আক্রান্ত হন৷
জ্বর এবং সর্দি-কাশি না কমায় তাঁর সোয়্যাব পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য৷ বধূর রিপোর্ট পজিটিভ আসে৷ বধূর রিপোর্ট পজিটিভ আসার পরই দ্রুত পদক্ষেপ করেছে NRS হাসপাতাল কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের লেবার রুম এবং গাইনি ওয়ার্ড। সম্পূর্ণ স্যানিটাইজেশনের পরই খোলা হবে ওই বিভাগগুলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই বধূ সোমবার লেবার রুমে মোট ৩ ঘণ্টা ছিলেন। ওই সময় সেখানে আরও ৬ জন প্রসূতি ছিলেন। গাইনি ওয়ার্ডে মহিলার কাছাকাছি থাকা অন্য কয়েকজন মহিলাকেও চিহ্নিত করা হয়েছে। তাঁদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁদের নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য।
এছাড়া কোন কোন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা অন্য কেউ ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন এবং ওই বধূর পরিবারের লোকজনদের চিহ্নিত করছে হাসপাতাল। চিকিৎসক, নার্সরা সুরক্ষা বর্ম পরেছিলেন কিনা সেই খোঁজও চলছে৷ এদের সবাইকে কোয়ারান্টাইনে পাঠানো হতে পারে।

সদ্যোজাত শিশু এবং মা’কে এমআর বাঙুর হাসপাতালে করোনা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO–র নির্দেশিকা অনুযায়ী, সদ্যোজাতকে মায়ের কাছ থেকে পৃথক করা যাবে না। ‌

Related articles

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...
Exit mobile version