চিনের ‘সেই’ বাদুড় ভারতেও!!

বাদুড় থেকে করোনাভাইরাস? এমনই দাবি আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের গবেষকদের। তবে এরা কী ধরণের বাদুড়? গবেষকরা বলছেন, কেরল, পন্ডিচেরী, তামিলনাড়ু এবং হিমাচল প্রদেশে এক ধরণের বাদুড় দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন চিনের বাজারে পাচার হয়ে আসা প্যাঙ্গোলিন থেকে করোনার সংক্রমণ হতে পারে। যদিও এই ভাইরাস বহন করে বিশেষ প্রজাতির বাদুড়। চিনে এই বাদুড়ের অস্তিত্ব মিলেছে এবং চিনের বাজারে এই ধরণের বাদুড়ের মাংস বিক্রি হতেও দেখা গিয়েছে।

এই প্রজাতির বাদুড় ভারতের চার রাজ্যে পাওয়া গিয়েছে। নিপা ভাইরাসও এইভাবে ছড়িয়েছিল কেরলে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। চলছে নমুনা সংগ্রহ। পরীক্ষার পরেই জানা যাবে। যদি ঘটনা তাই হয়, তাহলে চিন্তার বাড়ল বিশেষজ্ঞদের।

Previous articleমুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দান কন্যাশ্রীর
Next articleজেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স মুখ্যসচিবের, সরকারি নির্দেশ কার্যকরে কড়া নির্দেশ