শিক্ষায় বিকল্প নীতি নেওয়া যেত না? প্রশ্ন উঠছে ছাত্রমহলে

শিক্ষাক্ষেত্রে ছুটি বাড়ানো আর পরীক্ষা ছাড়া প্রমোশন ছাড়া কি আরও কিছু সময়োপযোগী বিকল্প নীতি নেওয়া যেত না?

প্রশ্ন উঠছে।
একাধিক বিশেষজ্ঞ মহলের ধারণা, অন লাইন ক্লাস এবং অন লাইন পরীক্ষা দরকার ছিল। তুলনায় কম নম্বরে পরীক্ষা হতে পারত। আনুপতিক হারে নম্বর ঠিক হত। এতে মেধাবী ছাত্ররাও উৎসাহিত হত। শুধু প্রমোশন আর ছুটি বাড়ালে ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা থাকছে।

একাধিক মহল বলছে, এবিষয়ে যথাযথ পরিকল্পনা নিয়ে কাজ করা সম্ভব। এতে ছাত্রদের প্রকৃত উপকার। শুধু ছুটি, প্রমোশন বা কোনো টিভিতে কথা বললে সেই উপকার অসম্ভব। সরকার যথাযথ ব্যবস্থা নিক।

Previous articleBreaking: লকডাউনে ৫০,০০০ পাঠকের কাছে ereaders
Next articleকরোনা গুজব: গ্রেফতার প্রাক্তন স্বাস্থ্যকর্মী