Breaking: লকডাউনে ৫০,০০০ পাঠকের কাছে ereaders

লকডাউনে বিশ্বব্যাপী বাঙালি পাঠকপাঠিকার কাছে নতুন ই-বই পৌঁছে দেওয়ার জন্য হঠাৎ করেই শুরু হয়েছিল https://ereaders.co.in। উদ্দ্যেশ্য ছিল ই-বই প্রকাশ। আপাতত বিনামূল্যে। ইতিমধ্যেই আটটি ই-বই প্রকাশিত। সারা বিশ্বের শতাধিক দেশের পাঠকমহল সাদরে গ্রহণ করছেন। সংখ্যাটি বৃহস্পতিবার ৫০,০০০ অতিক্রম করল। নানা স্বাদের বইগুলিতে সবসময়ই চোখ থাকছে বিশ্বের কোনো না কোনো প্রান্তের পাঠকদের। বাংলা ই-বই নিয়ে এই অভূতপূর্ব সাড়ায় সম্পাদকমন্ডলী আরও বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন। সাহিত্য ও প্রযুক্তির মেলবন্ধনের স্বাদ পাঠকপাঠিকাদের ভালো লাগছে। পছন্দের বই আলাদাভাবে প্রিয়জনদের জন্য শেয়ার করাও যাচ্ছে।

Previous articleকরোনাভাইরাস কার আবিষ্কার?
Next articleশিক্ষায় বিকল্প নীতি নেওয়া যেত না? প্রশ্ন উঠছে ছাত্রমহলে