করোনাভাইরাস কার আবিষ্কার?

আপনি কি জানেন করোনাভাইরাস অর্থাৎ কোভিড-১৯ আবিষ্কার করেছিলেন কে? না জানলে জেনে নিন। কোভিড-১৯ আবিষ্কার করেন জুন আলমেইডা।

কে এই জুন? ১৬বছর বয়সে স্কুল ছেড়ে দেওয়া জুনের বাবা স্কটল্যান্ডের বাসচালকের মেয়ে। ১৯৩০ সালে স্কটল্যান্ডের হার্টে জন্ম। বেড়ে ওঠা গ্লাসগোর আলেকজান্দ্রা পার্ক অঞ্চলে। স্কুল ছেড়ে দিলেও জুন গ্লাসগো রয়্যাল ইনফার্মারিতে হিস্টোপ্যাথলজির গবেষণা শুরু করেন। ভাল লেগে যায় বিষয়। আরও গবেষণা করতে যান লন্ডনে। বিয়ে করেন ১৯৫৪ সালে এনরিক আলমেইডাকে যিনি আবার ভেনেজুয়েলার বাসিন্দা। মেয়ে হওয়ার পর তাঁরা কানাডার টরেন্টোয় যান। সেখানকার অন্টারিও ক্যন্সার ইন্সটিটিউটে একটি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ নিয়ে কাজ শুরু করেন। এমন এক পদ্ধতি আবিষ্কার করলেন, যাতে অ্যান্টিবডি আরও ভালভাবে দেখা যায়। ১৯৬৪ সালে তাঁকে আরও উন্নত গবেষণার সুযোগ দিয়ে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ডেকে নেওয়া হয়। এই হাসপাতালেই করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভর্তি করা হয়। সেখানে দেখা যায় সর্দি কাশির ভাইরাস তৈরি হলেও তা বেড়ে ওঠে না। তবে অঙ্গপ্রত্যঙ্গে কিছু বৃদ্ধি দেখা যায়। মুকুটের মতো দেখতে এই ভাইরাস আলমেইডাকে পাঠানো হয়। তিনি ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখেন, মুকুটের মতো দেখতে এগুলি অন্য ভাইরাস। পরে যা করোনাভাইরাস নামে পরিচিত হয়।

আলমেইডার মৃত্যু হয় ২০০৭ সালে। তাঁর আবিষ্কার করা ভাইরাস নিয়ে সারা বিশ্ব এখন আতঙ্কিত।

Previous article২৪ ঘন্টায় মৃত্যু হল ২৬০০ করোনা আক্রান্তের! ফের রেকর্ড আমেরিকায়
Next articleBreaking: লকডাউনে ৫০,০০০ পাঠকের কাছে ereaders