লকডাউন: রাজ্যে চালু জমির অনলাইন রেজিস্ট্রেশন

লকডাউন পরিস্থিতিতে রাজ্যে জমির অনলাইন রেজিস্ট্রেশন চালু করা হল। এখন লোকের পক্ষে সরাসরি গিয়ে জমির রেজিস্ট্রেশন করানো সম্ভব নয়। এই কারণেই এই সুবিধা চালু করা হয়েছে। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, করোনার সংক্রমণ এড়াতে জমির ই-রেজিস্ট্রেশন চালু করেছে রাজ্য সরকার। লকডাউনের জন্য বায়োমেট্রিক নেওয়া সম্ভব হবে না। সচিব জানান, লকডাউন উঠলেই বায়োমেট্রিক পদ্ধতি চালু হবে।

Previous articleসাংবাদিকরা কেন্দ্রের পক্ষ নিয়ে প্রশ্ন করছেন: মুখ্যসচিব
Next articleকরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন কাউন্সিলর