নবান্নে বৈঠকের সময় বলেছিলেন, “এরপরে একটা জায়গায় যাব”। কিন্তু সেই জায়গার নাম বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বেরিয়ে শুক্রবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ তিনি যান ভবানীপুরের একটি রেশন দোকানের সামনে। সেখানে কীভাবে রেশন দেওয়া হচ্ছে? সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না? সবাই মাস্ক পরে আছেন কি না? সে বিষয় খতিয়ে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে নিতে আবেদন জানান তিনি। রেশন দোকানের কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের মাস্ক বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
