করোনাভাইরাসের কোপ এবার ওষুধ শিল্পেও। অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি জাতীয় ওষুধ সহ একাধিক ওষুধের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে।

ওষুধ তৈরির মূল রাসায়নিক কাঁচামালের (এপিআই)বেশিরভাগ আসে চিন থেকে। করোনা দাপট বাড়তেই কাঁচামাল আমদানি প্রায় বন্ধ ছিল। যার জেরে বেড়েছে একাধিক ওষুধের দাম। সূত্রের খবর, বিশেষত অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, জ্বরের ওষুধ প্যারাসিটামল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ বা ব্যথা কমানোর ওষুধ নিমেসুলাইডের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ থেকে ১৯০ শতাংশ। এমনকী গত তিন মাসে টিনিডাজোল, অ্যামোক্সিসিলিন, অফ্লোক্স্যাসিন, অ্যামিক্যাসিন, ক্লোক্সাসিলিনের দাম অ্যান্টিবায়োটিক ২০%-৪০% বেড়ে গিয়েছে।
জানুয়ারিতে প্রতি কেজি নিমেসুলইডের দাম ছিল ৪৫০ টাকা, এখন সেই ওষুধেরই প্রতি কেজির দাম হয়েছে ১৩০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দাম বেড়েছে ১৮৯%। প্রতি কেজি অ্যাজিথ্রোমাইসিনের দাম বেড়েছে ৭৬৫০ টাকা থেকে ১০,৫০০ টাকা। অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ। অন্যদিকে প্যারাসিটামলের দামের বৃদ্ধি কিছুটা কম। প্রতি কেজি ২৬২ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৪৫০ টাকা, অর্থাৎ বৃদ্ধি প্রায় ৬২%।
