শিলিগুড়িতে আরও চারজন করোনা রোগীকে সুস্থ করে ছুটি দেওয়া হল। শুক্রবার তাঁদের হাতে ডিসচার্জ সার্টিফিকেট তুলে দেন দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য।রোগীরা জানিয়েছেন, করোনা নিয়ে অযথা আতঙ্ক হওয়ার কারণ নেই। তবে লকডাউনের নিয়ম সকলের মানা উচিত বলে মত সদ্য আরোগ্যপ্রাপ্তদের।

চিকিৎসকদের অকুণ্ঠ প্রশংসা করেন তাঁরা। এই মুহূর্তে মাটিগাড়ার নার্সিংহোমে আরও ৫জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থাও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।