Wednesday, August 27, 2025

১৯ রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি, এখনও পর্যন্ত সুস্থ ১৩.০৬% শতাংশ রোগী

Date:

লকডাউনের সময়সীমা বৃদ্ধি ও হটস্পট চিহ্নিত করে করোনা সংক্রমণ আটকানোর সুফল মিলছে। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার দিন বেড়ে হয়েছে ৬.২। শুক্রবার ভারতের সর্বশেষ করোনা পরিস্থিতি ব্যাখ্যা করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ও আইসিএমআর ডিরেক্টর রমন গঙ্গাখেডকর। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় গোটা দেশে অত্যাবশ্যক পণ্যের সাপ্লাই চেইন স্বাভাবিক রয়েছে। গ্রামীণ ক্ষেত্রে নির্মাণকাজে নতুন করে অনুমতি দেওয়া হচ্ছে। ডাকবিভাগকে আরও ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে যে যে মূল বিষয় উঠে এসেছে তা হল:

ভারতে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ১৩,৩৮৭। মোট অ্যাকটিভ কেস ১১,২০১। মৃত্যুর সংখ্যা ৪৩৭। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৪৯ জন অর্থাৎ মোট আক্রান্তের ১৩.০৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০০৭ জন এবং ২৩ টি মৃত্যুর ঘটনা ঘটেছে।

১৯ টি রাজ্যে করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটছে। অর্থাৎ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার কমছে। এর মধ্যে কেরালার পরিস্থিতি সবচেয়ে ভাল। এই মুহূর্তে দেশে ৬.২ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

গোটা দেশকে লাল, কমলা, সবুজ জোনে ভাগ করা এবং হটস্পট চিহ্নিত করার পর সংক্রমণ প্রায় ৪০ শতাংশ কমেছে।

ভারতে প্রতি ১০০ টি করোনা টেস্টে ৪.৪ শতাংশ পজিটিভ কেস আসছে। এপর্যন্ত ২৮,৩৪০ টি স্যাম্পেল টেস্ট হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর।

পাঁচটি রাজ্যে করোনা সংক্রমণের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান।

গোটা দেশে ৫.২ লক্ষ রাপিড কিট বিতরণ করা হবে। ১.৭৩ লক্ষ আইসোলেশন বেড ও ১৯১৯ কোভিড হাসপাতাল দেশজুড়ে তৈরি রাখা হচ্ছে।

মে মাসের মধ্যে দেশে ১০ লক্ষ ইন্ডিজেনাস টেস্ট কিট প্রস্তুত করা হচ্ছে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version