“লকডাউনেও তোমাকে চাই”, প্রকাশিত হল এক বিস্ময়কর ই-বই

লকডাউনে ই-বই প্রকাশ করে বিশ্বজুড়ে ঝড় তুলেছে https://ereaders.co.in

এবার শুক্রবার প্রকাশিত ই-বইতে ভেঙে গেল বিস্ময়ের সব রেকর্ড। ই-বইয়ের মধ্যেই পাঠ এবং ভিডিওতে গান, আবৃত্তি। বিষয় প্রেম। সাহিত্য ও প্রযুক্তির মেলবন্ধন। ভাবনা ও লেখা নিবারণ চক্রবর্তী। অলংকরণ সৃঞ্জয় পাল। তথ্যপ্রযুক্তি আজরা খান। প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় উঠেছে পাঠকমহলে।

Previous articleকরোনা আতঙ্কের মধ্যেই কেঁপে উঠল ইতালি
Next articleলকডাউনে সিঙ্গাপুর থেকে শিল্পপতি প্রসূন কী বলছেন?