রাজ্যের ক্ষমতা অনুযায়ী বাড়ছে করোনা-পরীক্ষা: মুখ্যসচিব

রাজ্যে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে নমুনা পরীক্ষা নিয়ে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। এমনকী অনেক বিশেষজ্ঞও বলেছেন, যে পরিমাণে নমুনা পরীক্ষা হওয়ার অতীত উচিত ছিল, সেটা রাজ্যে হচ্ছে না। এ বিষয়ে সঠিক ভাবেই রাজ্য এগোচ্ছে বলে শনিবার সাংবাদিক বৈঠকে আশ্বস্ত করেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, রাজ্যের যা ক্ষমতা সেই অনুযায়ী প্রতিদিনই বাড়ছে কোভিড 19-এর পরীক্ষা। অনেকেই দৈনিক হাজারটা পরীক্ষা করার বিষয়ে গুজব ছড়াচ্ছেন। এটা সঠিক নয়। রাজ্যের চারটি ল্যাবরেটরির প্রত্যেকটিতে দৈনিক সর্বোচ্চ ১০০ জনের পরীক্ষা করা সম্ভব।

তবে, ডবল শিফটে কাজ করলে এই পরীক্ষা দ্বিগুণ হতে পারে। তবে এর জন্য কিছু পরিকাঠামোগত বাধা রয়েছে। সেগুলি সরাতে হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। একই সঙ্গে তিনি বলেন, জেলাগুলিতেও করোনাভাইরাস পরীক্ষার চেষ্টা করছে রাজ্য সরকার।

স্বাস্থ্য দফতরের তরফ থেকে শহরের বড় ল্যাবগুলিতে কোভিড 19 পরীক্ষা চলছে। সতর্কতা বজায় রেখে প্রাইভেট ক্লিনিকগুলি খোলা রাখলে সেখানে আরও বেশি সংখ্যক স্ক্রিনিং সম্ভব হবে বলে জানান রাজীব সিনহা। সব রকম সুক্ষার ব্যবস্থা রেখে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক খোলার আহ্বান জানান তিনি।
রাজ্যে খুব শিগগিরই ব়্যাপিড টেস্ট কিট চলে আসবে। সে ক্ষেত্রে পরীক্ষার আরো সুবিধে হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যসচিব।

Previous articleকরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান আদিবাসীদের
Next articleমুর্শিদাবাদে করোনা পজিটিভ ১, কোয়ারেন্টাইনে ২৮