করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান আদিবাসীদের

করোনাভাইরাস মোকাবিলায় এবার এগিয়ে এলেন গ্রামবাসীরা। বীরভূমের মহম্মদ বাজারের এক আদিবাসী গ্রামের পক্ষ থেকে চাঁদা তুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হলো। সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহার হাতে শনিবার সেই টাকা তুলে দেন গ্রামবাসীরা।

বীরভূমের মহম্মদ বাজারের কুমোরপুর আদিবাসী পাড়া। ৫০টি পরিবারের বাস ওই গ্রামে। এদিন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা আদিবাসী পরিবারকে সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিলেন। সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি তাপস সিনহা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এদিন গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য বিধায়কের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

অন্যদিকে, বিধায়ক প্রায় ১৫০ বাচ্চার হাতে দুধ , বিস্কুট ও মাস্ক তুলে দেন। ২৫০ জন মহিলার হাতে চাল, সোয়াবিন, মসুর ডাল, সাবান ও মাস্ক তুলে দেন। নীলাবতী সাহা বলেন, “আমরা আদিবাসী পরিবারের মহিলা ও শিশুদের সাহায্য করার জন্য এসেছিলাম। আদিবাসী পরিবারগুলি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা করেছে। আমার হাতে টাকা তুলে দিয়েছেন তাঁরা।”

Previous articleকরোনায় স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হলে পরিবার পিছু ১ কোটি টাকা কেজরিওয়াল সরকারের
Next articleরাজ্যের ক্ষমতা অনুযায়ী বাড়ছে করোনা-পরীক্ষা: মুখ্যসচিব