করোনায় অসুস্থ হওয়ার গ্রাফ নামছে ভারতে!

দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠছেন বেশির ভাগই। শতকরা হিসাবে যা ১৩.০৬ শতাংশ। প্রায় ৮০ শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন মানুষ সুস্থতার দিকে এগোচ্ছেন। মৃতের সংখ্যাও আগের তুলনায় অনেক কমেছে।

আইসিএমআর সূত্রে খবর, করোনা পরীক্ষা এখন আরও  তাড়াতাড়ি হচ্ছে। প্রায় ৩ লক্ষেরও বেশি পরীক্ষা করা হয়েছে। একদিনে ২৮,৩৪০ পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ পরীক্ষা আইসিএমআর – এর ১৮৩ টি ল্যাবে করা হয়েছে। দেশ জুড়ে ১,৯৯৯ টি কোভিড-১৯ হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে ১ লক্ষ ৭৩ হাজার আইশোলেশন বেড, ২১ হাজার ৮০০ আইসিইউ বেড রয়েছে।

Previous articleভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের সোমবার থেকে টাকা
Next articleউত্তরবঙ্গ মেডিক্যাল পরিদর্শন দার্জিলিংয়ের জেলাশাসকের